পাথরঘাটায় বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতালে রোগীদের দুর্ভোগ (ভিডিও সহ)
বরগুনার পাথরঘাটা উপজেলায় গত ৪মাস ধরে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। আর এই বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা রোগীরা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা সময় হাসপাতালে গেলে ভোর থেকেই বিদ্যুৎ নেই। বলে জানান হাসপাতালের ভর্তি থাকা অনেক রোগী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা শহরের দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় ও দরিদ্র রোগীরা এই হাসপাতালের দুরবস্থা দেখে ফিরে যাচ্ছেন। তারা লাইনে দারিয়ে থেকে গরমে হাপিয়ে উপছেন। আবার গরমে লাইনে দাড়িয়ে থাকা অনেক বয়স্ক রোগীরা আরো অসুস্থ্য হয়ে পরছে।
চিকিৎসা নিতে আসা আমেনা বেগম ও হালিম জানান, আমরা সেই সকালে এসেছি লাইনে সিরিয়াল নিয়ে আছেন। মানুষ কতক্ষন লাইনে দারিয়ে থাকতে পারে। আমরা যতদিন হাসপাতালে এসেছি সব সময়ই দেখেছি বিদ্যুৎ থাকে না। কিকারনে বিদ্যুৎ থাকে না তা এখন পর্যন্ত জানলামনা। একজন ডাক্তার রোগী দেখছেন। আর ডাক্তারের দোষ দিয়েও কি হবে। একটা মানুষ কতক্ষন রোগী দেখতে পারে।
এবিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জিয়া উদ্দিন বলেন, এই এলাকায় বিদ্যুতের অবস্থা খুব খারাপ। বিদ্যুৎ না থাকার কারনে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের যে রকম সমস্য হচ্ছে তেমনি আমাদের সেবা দিতেও খুব সমস্যা হচ্ছে।