তালতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনবিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র অবশেষে বৈধ ঘোষনা
তালতলী প্রতিনিধিঃ
তালতলী উপজেলাধীন ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী শেষ দিন বৃহস্পতিবার (৮ মার্চ) পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেছেন।
গত ১মার্চ মনোনয়ন পত্র দাখিলের ছিল শেষ দিন ও ৫মার্চ সোমাবার মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ধার্য ছিল।
উপজেলা নির্বাচন অফসি সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবুল বাশার বাদশা তালুকদার (নৌকা প্রতীক), বিএনপি মনোনিত প্রার্থী মোঃ বাহাদুর তালুকদার (ধানের শীষ প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী সুলতান আহম্মেদ (হাতপাখা প্রতীক) ও সতন্ত্র প্রার্থী জিএম মোশারেফ হোসেন বিশ্বাস মনোনয়ন পত্র দাখিল করছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, শেষ দিন ৫মার্চ সোমাবার মনোনয়ন পত্র বাছাইকালে বিএনপি মনোনিত প্রার্থী মোঃ বাহাদুর তালুকদার (ধানের শীষ প্রতীক) এর মনোনয়ন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর নিজ নামের স্বাক্ষর না থাকায় উক্ত প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেন দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলীমদ্দিন। পরে এ ব্যাপারে মনোনয়ন পত্র বাতিল হওয়া বিএনপি মনোনিত প্রার্থী মোঃ বাহাদুর তালুকদার ৬মার্চ জেলা নির্বাচন অফিসার বরাবরে তার জমাকৃত মনোনয়ন পত্র বৈধ হওয়ার বিষয় চ্যালেঞ্জ করে আবেদন করলে উক্ত প্রার্থী মোঃ বাহাদুর তালুকদার (ধানের শীষ প্রতীক) এর মনোনয়ন পত্র ৭মার্চ অবশেষে বৈধ বলে ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানাগেছে, নব-গঠিত তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফছিল অনুযায়ী ইউপি নির্বাচনে পার্থী হতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ছিল ১মার্চ, প্রার্থীতা বাছাই ছিল ৪মার্চ ও ৫মার্চ, প্রার্থীতা প্রতাহার ১২মার্চ, প্রতিক বরাদ্ধ ১৩মার্চ, ভোট গ্রহন ২৯মার্চ।
নতুন ইউনিয়ন গঠিত হওয়ার পর এ নির্বাচন হচ্ছে শারিকখালী ইউনিয়ন পরিষদের দ্বিতীয় মেয়াদের নির্বাচন। পাচ বছর পর আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বৃহত্তম কচুপাত্রা বাজারের হোটেল রেষ্টুরেন্ট ও গ্রাম গঞ্জের প্রতিটি চায়ের দোকান সহ পার্শবর্তী ইউনিয়ন কড়ইবাড়িয়া বাজারের সর্বত্র চলছে এ নির্বাচনী আলোচনা। তালতলী উপজেলার গোটা শারিকখালী ইউনিয়নবাসী এখন সম্পূর্ন নির্বচন মূখী।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ মার্চ