চিংড়ির রেণু ও জাটকাসহ আটক ৩
হিজলার শাখা নদীর চরকেল্লা এলাকায় অভিযান চালিয়ে চার লাখ বাগদা চিংড়ির রেণু ও ১২ মণ জাটকাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। বরিশালের হিজলা উপজেলায় এ ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে হিজলা নৌ-পুলিশের পরিদর্শক শেখ বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ভোলার পূর্ব ইলিশা এলাকার কামাল হোসেন (৪০)ও স্বপন চন্দ্র তালুকদার (৪০)। আটক আরেকজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
শেখ বেল্লাল হোসেন জানান, শুক্রবার (২৬ এপ্রিল) দিনগত মধ্যরাতে হিজলার শাখা নদীর চরকেল্লা এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত কাঠের একটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়। এ সময় নৌকা থেকে চার লাখ বাগদা চিংড়ির রেণু ও ১২ মণ জাটকা জব্দ করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম দুইজনকে এই কারাদণ্ড দেন।
পরিদর্শক শেখ বেল্লাল হোসেন আরও জানান, দণ্ডপ্রাপ্তরা চিংড়ির রেণু ও জাটকা নিয়ে ভোলা থেকে শরীয়তপুরে যাচ্ছিলেন।