বরগুনার সন্তান ইমরানের মালয়েশিয়াতে “প্রেসিডন্ট পদক” লাভ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১০:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৯

বরগুনার সন্তান ইমরানের মালয়েশিয়াতে “প্রেসিডন্ট পদক” লাভ  নিউজ ডেস্ক: বরগুনার সন্তান মো. মেহেদী হাসান ইমরান মালয়েশিয়াতে “ প্রেসিডন্ট পদক”
লাভ করেছেন। ইমরান বর্তমানে মালয়েশিয়ায় “ University Malaysia Terengganu “ তে Bachelor of applied science (Maritime technology ) অধ্যয়ন করছেন।

গত ২৪ মার্চ তার হাতে এ পদক তুলে দেন আইআইম্যাট কলেজের ( IIMAT College) প্রেসিডেন্ট ডক্টর সার্ভেয়ার স্টিভ ঈ।

ইমরান এই কলেজটি থেকে মেরিন টেকনোলজির ওপর ডিপ্লোমা করেছেন। তিনি আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের শিক্ষক আবদুর জব্বার মোল্লার ছেলে।

শতকরা ৯৩ ভাগ নম্বর ( দ্বিতীয় সর্বোচ্চ কলেজের মধ্যে) নিয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করা ইমরান ওই কলেজের সেরা ছাত্র হিসেবে “ President Award” পেয়েছেন।

একজন বাংলাদেশী ও International Student হিসেবে আমিই প্রথম যে কিনা সমাবর্তনের সর্বোচ্চ এ্যাওয়ার্ড পেলেন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)