মঠবাড়িয়ায় গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
মঠবাড়িয়া থানার এসআই শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমাদুল হাওলাদার (২৯) ও জসিম (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ১৭ নং আলগী পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জসিমকে ৪০ গ্রাম গাঁজা ও রাত আটটার দিকে ফুলঝুড়ি গ্রামের আকন বাড়ির সামনের সড়ক থেকে এমাদুলকে ৫০ গ্রাম গাঁজাসহ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমাদুল উপজেলার পূর্ব ফুলঝুড়ি গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে ও জসিম উপজেলার আলগীপাতাকাটা গ্রামের মৃত. ফজলুল হকের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, মাদক ব্যবসায়ী জসিমের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।