নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে তিন দিনের আল্টিমেটাম, না মানলে কঠোর কর্মসূচি
পাথরঘাটা আইনজীবী সমিতি ও পাথরঘাটা প্রেসক্লাবের আয়োজনে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পাথরঘাটা রাসেল স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে পাথরঘাটা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছাইদুল কবির ফারুকের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির আইন বিষয়ক উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, অ্যাডভোকেট মশিউর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল, অ্যাডভোকেট সুলতানা লাকি, আমিন সোহেল, সেচ্ছায় রক্তদান সংগঠন প্রত্যয় সভাপতি মোঃ মেহেদী শিকদার মহিলা কাউন্সিলর মনিরা ইয়াসমিন খুশি প্রমুখ
এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের পূর্বে পাথরঘাটায় নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত না করলে পাথরঘাটায় থেকে পল্লী বিদ্যুৎ কে বয়কট করার ঘোষণা দেন। এছাড়াও মিটার চার্জ নামে অতিরিক্ত টাকা আদায় না করতে ও দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে।
এদিকে পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি এইচএম শফিকুল ইসলাম খোকন বলেন আগামী তিন দিনের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান না করলে আগামী ২৮ এপ্রিল আবারও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করার আল্টিমেটাম দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতিকে।