পাথরঘাটা সহ বরিশাল বিভাগীয় সকল উপজেলা প্রতিনিধিরা শপথ গ্রহন করবেন আজ।
বরিশাল বিভাগের উপজেলা পরিষদের নব নির্বাচিত প্রতিনিধিরা বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন করবেন আজ।
জানা গেছে আজ দুপুর ১২ টায় বরিশাল অঞ্চলের বিভাগীয় কমিশনারের কার্যলয়ে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ এর আগে আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকানের শপথ গ্রহণের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বরগুনার যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনালে দায়ের করা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শামসুদ্দিন সজুর দায়ের করা মামলায় এই আদেশ দেন আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন।
এই শপথের মধ্যদিয়েই আগামী পাঁচ বছরের জন্য নুতন পথ চলার সূচনা হবে এই সকল উপজেলা
চেয়ারম্যানদের, দ্বায়িত্ব বুঝে নিয়ে এলাকায় জনসাধারণের জন্য কাজ করবেন তারা।
গত ৩১ শে মার্চ, ২০১৯ ইং তারিখ একটি সুষ্ঠু নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে উপজেলাবাসী তাদের পছন্দের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছন।