মঠবাড়িয়ার সাফায় অগ্নিকান্ডে বসত ঘর ভস্মিভূত
পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা বন্দরে অগ্নিকান্ডে একটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এছাড়া ওই বসত ঘর সংলগ্ন দু’টি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেন। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, রোববার ভোর রাতে সাফা বন্দরের ছগির বয়াতীর বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। এছাড়া ওই ঘর সংলগ্ন জলিল হাওলাদারের মুরগীর ফার্ম ও জাকির হোসেনের খাবার হোটেল আংশিক পুড়ে যায়। এসময় আগুনের তাপে জলিল হাওলাদারের ফার্মের ৫৫টি মুরগী মারা যায়।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।