পাথরঘাটায় সিঁধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরি
বরগুনার পাথরঘাটায় সিঁধ কেটে ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার রায়হান পুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব লেমুয়া গ্রামে রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, রায়হান পুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে ওমান প্রবাসী রাজু, আফেজ উদ্দিন, মনির হোসেন ও শহিদুলের ঘরের লোকজন প্রতিদিনের মত রাতের ঘুমিয়ে পড়ে। গভির রাতে একদল দুধরর্ষ চোর সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ ৬৬হাজার টাকা, মোবাইল ফোন ৬টি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
ওমান প্রবাসী রাজু জানান, রাতে তার ঘরে ডুকে নগদ ৫৩হাজার টাকা ও ৪টি মোবাইল ও তার বিদেশে যাওয়ার কিছু প্রয়োজনীয় কাগকপত্র নিয়ে যায় চোরের দল।
শহিদুল জানান, ভোর রাতের দিকে শব্দ শুনে প্রথমে আমি মনে করছিলার আমার বড় মেয়ে উঠছে। পরে মুখ বাধা দেখে তার কাছে যাওয়াতে দৌরে পালিয়ে যায়। মুখ বাধা থাকার কারনে তাকে চিনতে পারিনি। এসময় আমার নগদ ১০হাজার টাকা ও ২টি মোবাইল নিয়ে গেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। চোর চক্র দমনে এলাকাবাসী প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন।
রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রুপক চুরির সত্যতা স্বীকার করে জানান, রনি নামের একজন চোর আছে হয়ত সেই চুরি করছে। তার বিরুদ্ধে আরো অনেক চুরির মামলা আছে। আমরা আজ থেকে পাহারা বসাচ্ছি।