মঠবাড়িয়ায় সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত
তুচ্ছ ঘটনার জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার রাতে দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম মনিরুজ্জামান (৪০)কে পিটিয়ে আহত করেছে প্রুতিপক্ষরা। রোববার দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটের দিকে উপজেলার ধানীসাফা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই আহত মনিরুজ্জামানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সোমবার সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলা কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানাগেছে, মঠবাড়িয়া রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মানিরুজ্জামান ধানীসাফা বাজারের ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ওই রাতে ওয়াজ মাহ্ফিল শুনে সাফা মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে নিজ বাড়িতে ফেরার সময় পূর্বে ওৎ পেতে থাকা একদল দূর্বৃত্ত লাঠি সোঠা নিয়ে তার ওপর হামলা চালায়। দূবৃত্তর লাঠির আঘাতে মনিরুজ্জামানের দাঁত ভেঙে মুখ মন্ডলে মারাত্বক যখম হয়।
সাংবাদিক মনিরুজ্জামান জানান, স্থানীয় হেমায়েত হোসেনের ছেলে শহিদুলের নেতৃত্বে ৮-১০ জন দূর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জানান, নতুন ঘর তৈরীর জন্য টিনের মাকতা কেনা নিয়ে শহিদুল ও সাংবাদিক মনিরুজ্জামানের বাক-বিতান্ডাসহ শালিস বৈঠক হয়। ওই ঘটনার জেওে এই হামলার ঘটনা ঘটতে পারে। আহতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।