বরগুনায় সাবেক প্রেমিকের হাতে ধরা খেয়ে থাপ্পর, অতঃপর…..
বৈশাখের প্রথম দিনেই সাবেক প্রেমিকের হাতে থাপ্পর খেলো প্রেমিকা।
সাবেক প্রেমিক হাসিবের অভিযোগ প্রেমিকা ইটবাড়িয়ার শারমিন এর সাথে প্রায় ৬ মাস ধরে প্রেম করে আসছিলো। বৈশাখী মেলা উপলক্ষে বৈশাখী শাড়ি কিনে দিবে কিনা এমন ভাষ্য ও ছঁবি পাঠানোর প্রমান পাওয়া গেছে হাসিব ও শারমিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকের ম্যাসেন্জারে।
তবে সমস্ত অভিযোগ এবং চিনিনা মর্মে অস্বিকার করে এইচএসসি পরিক্ষার্থী শারমিন। জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন এবং অত্র অফিস পাড়ায় আপত্তিকর ভাবে ঘুরাফেরা করা নিষেধ জেনেও পূর্বে একাধিকবার ঘুরাফেরা করেছেন। বিষয়টি উপস্থিত জনগণও সাক্ষ্য দেন। এজন্য শারমিনকে গণউপদ্রবের দায়ে ১০হাজার টাকা জরিমানা করা হয়। বর্তমান প্রেমিক কুড়িগ্রাম থেকে পড়তে আসা হাসিবুর রহমান সুজনের সাথে মেলায় ঘুরতে আসলে সাবেক প্রেমিক হাসিব দেখে নিয়ে ফোন দিলে সে মেলায় নেই বলে জানান হাসিবকে। কিছুক্ষণ বাদে সামনে গিয়ে হাসিব(বর্তমান) কে জিজ্ঞাস করে হাসিব(সাবেক) আপনাদের কি সম্পর্ক ? এরপরেই হাসিব (বর্তমান) প্রেমিকা শারমিনকে থাপ্পর ও অকথ্য ভাষায় কথা বলায় বর্তমান প্রেমিক হাসিবুর রহমান সুজন পুলিশ কন্ট্রোলরুম (মেলা) কে জানালে বিষয়টি খুবই গভির বলে মোবাইল কোর্টে বিচারের ভার তুলে দেয়। ইভটিজিং আইন ৩৫৪ ও ২৯১ ধারা অনুযায়ী প্রেমিক হাসিবকে ২০ হাজার ও প্রেমিকা শারমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
হাসিবের বয়স বিবেচনায় কারাদণ্ড দেওয়া হয়নি বলে উল্লেখ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ রায় দেন ভ্রাম্যমান আদালত (মোবাইল ককোর্ট)’র বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান।