মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর কুমিরমারা গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত রুবেল (৩৫), তার স্ত্রী আমেনা বেগম (২৩), ছোট ভাই জুয়েল (২৫) ও মা রানী বেগম (৬০)কে স্থানীয়রা অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত রুবেলকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামলায় আহত আমেনা বেগম জানান, আজ শনিবার সকালে তার স্বামী রুবেল ও দেবর জুয়েল বাড়ির সামনে জমিতে কাজ করছিল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ প্রতিবেশী পনু খাঁর ছেলে জসিম, জলিল ও লিটনসহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে আমার স্বামী ও দেবরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাকে ও শ^াশুড়িকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ্ জানান, হামলার বিষয়টি শুনেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।