পাথরঘাটার নাচনাপাড়ায় অগ্রণী ব্যাংকের ব্যাংকিং শাখা উদ্বোধন
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
সাধারণ মানুষের দৌর গোড়ায় অগ্রণী ব্যাংকের সেবা পৌছে দিতে সোমবার (৫মার্চ) পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের নাচনাপাড়া নামক বাজারে অগ্রণী ব্যাংকের দুয়ার ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে উপজেলার সকল বাজারের মধ্যে উল্লেখিত বাজার থেকে সরকার সবচেয়ে বেশী রাজস্য পেলেও বাজারটিতে কোন সরকারি-বা বেসরকারি ব্যাংক না-থাকায় দীর্ঘ দিন যাবৎ ওই বাজারের শতাধিক ব্যবসায়ী চরম দূর্ভোগে ছিল।
অবশেষে ৫মার্চ অগ্রণী ব্যাংকের দুয়ার ব্যাংকিং শাখা উদ্বোধন হওয়ায় বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে অনেক স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকাবাসীর দাবী বাজারে একটি পূর্নাঙ্গ ব্যাংকের শাখা স্থাপন করার।
অগ্রণী ব্যাংক কাকচিড়া শাখার ব্যবস্থাপক মো. শাহআলম এর সভাপতিত্বে এবং পাথরঘাটা চৌধুরী মাসুম টিবিএম কলেজের প্রভাষক মোঃ বশির আহম্মেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ১১০-বরগুনা-২-আসনের স্থানীয় এমপি শওকত হাচানুর রহমান রিমন,বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, সহকারি মহাব্যবস্থাপক ও পটুয়াখালি অঞ্চল প্রধান মুঃ আফজাল হোসেন নাচনাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরিদ খান, ,দুয়ার ব্যাংকিং অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা আফজালুল এনায়েত,পাথরঘাটা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এএফএম হাবিবুর রহমান,পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, মো. গোলাম কিবরিয়া পিয়ার, প্রথামিক বিদ্যালয়ের শিক্ষক নেতা আক্তারুজ্জামান বাদল, নাচনাপাড়া ইউনিয়নের পুলিশিং কমিটির সভাপতি মো. তিতাশ প্রমুখ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ মার্চ