বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন।। নান্টু সভাপতি,আসলাম সম্পাদক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৩০ এএম, ১২ এপ্রিল ২০১৯

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন।। নান্টু সভাপতি,আসলাম সম্পাদক
বৃহস্পতিবার অানন্দঘন পরিবেশে বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে অ্যাড,আব্দুর রহমান নান্টু ১শ৪৩ ভোট পেয়ে পুন:নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড,এম,এ জলিল পেয়েছেন ১শ১ ভোট।সাধারন সম্পাদক পদে১শ৩৯ ভোট পেয়ে পুন:নির্বাচিত হয়েছেন অ্যাড,মাহবুবুল বারী আসলাম। তার নিকটতম প্রতিবন্ধি মো: আতিকুল হক পেয়েছেন ১শ৭ ভোট। সহ সভাপতি (বরগুনা)পদে অ্যাড,বাহাউদ্দিন মিয়া,সহ সভাপতি(আমতলী) অ্যাড,এম,এ কাদের মিয়া, সহ সভাপতি (পাথরঘাটা) অ্যাড,মশিউর রহমান, যুগ্ম সম্পাদক (বরগুনা) অ্যাড, মনিরুল ইসলাম,যুগ্ম সম্পাদক (আমতলী) অ্যাড,জসীম উদ্দীন,যুগ্ম সম্পাদক (পাথরঘাটা) অ্যাড,নাজনীন নাহার রনি, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড,নাহিদ সুলতানা লাকি,গ্রন্থাগার সম্পাদক অ্যাড,জামাল হোসেন,ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক অ্যাড,মারুফ হোসেন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড,কবির হোসেন, এবং সদস্য পদে অ্যাড,মুনশী আব্দুর রহমান ও জাকির খান বশির।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)