পাথরঘাটায় সামাজিক আন্দোলনের পর রাস্তায় নতুন বাস (ভিডও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১০ এপ্রিল ২০১৯ | আপডেট: ০৬:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০১৯

পাথরঘাটায় নতুন বাসযাত্রীদের সাথে প্রতারণা ও হয়রানির বিরুদ্ধে এবং লক্কর-ঝক্কর বিআরটিসি বাস প্রত্যাহারসহ নতুন বাসের দাবিতে মানববন্ধন ও গাড়ি অবরোধ করার পরে আজ বুধবার (১০ এপ্রিল) দুইটি বাস দিয়েছে বিআরটিসি বাস কতৃপক্ষ।

বুধবার বিকেলে বিআরটিসি বাসের কাউন্টারম্যান মো. আবু মিয়া পাথরঘাটা নিউজকে নিশ্চৎ করেছেন।

বিআরটিসি বাসের কাউন্টারম্যান মো. আবু মিয়া বলেন, বিআরটিসি নতুন একটি গাড়ি দিয়েছে যা খুলনা রুটে চলবে এবং বরিশাল রুটের জন্য আরো গাড়ি দিবেন বলেও জানান তিনি।

পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন জানান, গিত দিনের আন্দোলনেও আমরা সফল হয়েছি। তারই ধারাবাহিকতায় বিআরটিসি বাসের দাবিতে আন্দোলনের ২৪ ঘন্টার মধ্যেই কতৃপক্ষ বাস দিয়েছেন। এজন্য আমরা বিআরটিসি বাস কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ভিডিও

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)