পাথরঘাটায় বিআরটিসি বাসের দাবিতে মানববন্ধন ও গাড়ি অবরোধ (ভিডিও)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ৯ এপ্রিল ২০১৯

পাথরঘাটায় বিআরটিসি বাসের দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় যাত্রীদের সাথে প্রতারণা ও হয়রানির বিরুদ্ধে এবং লক্কর-ঝক্কর বিআরটিসি বাস প্রত্যাহারসহ নতুন বাসের দাবিতে মানববন্ধন ও গাড়ি অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামে উদ্যোগে শেখ রাসেল স্কয়ার চত্তরে এ কর্মসুচি পালন করা হয়।
পাথরঘাটায় বিআরটিসি বাসের দাবিতে মানববন্ধন ও গাড়ি অবরোধ
মানববন্ধন শেষে প্রায় ঘন্টাব্যাপি বিআরটিসি বাস অবরোধ করে রাখা হয় এবং টার্মিনালে একটি বিআরটিসি বাসে ক্রোস চিহৃ দিয়ে বয়কট লেখা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রনালয়ে স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মেহেদী শিকদার, কাউন্সিলর রোকনুজ্জামান রুকু, সাংবাদিক আমিন সোহেল, জাকির হোসেন খান, সমাজসেবক বেলায়েত হোসেন, মোসাদ্দেক বিল্লাহ, এনামুল হোসাইন, ইসমাইল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এক সপ্তাহের মধ্যে নতুন গাড়ি না দেয়া হলে কঠোর কর্মসুচি দেয়া হবে এবং পাথরঘাটা স্টেশনের সকল বাস বন্ধ করে দেয়া হবে। তারা আরও বলেন, গাড়িগুলো এতটাই খারাপ যে বৃস্টির সময় বাসের মধ্যে ছাতা ব্যবহার করতে হয়, যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়েও সেবা দেয়া হয়না এটা প্রতারনার শামিল।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবীর বলেন, স্মারকলিপি আজকেরই পাঠিয়ে দেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)