পাথরঘাটায় অনিদ্রিস্ট সময় পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা
পাথরঘাটায় অনিদ্রিস্ট সময় পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা বলে এক সুত্রে জানা গেছে। আরো জানা গেছে, কখনো সকাল থেকে দুপুর আবার সকাল থেকে সন্ধা আবার কখনো সকালে গেলে রাতেও আসেনা। এরকমই চলে পাথরঘাটার বিদ্যুৎ বিভাগের লোডশেডিংয়ের অবস্থা।
এমনি এক তথ্য পাওয়া গিয়েছে বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার কাছ থেকে।
বারবার বিদুৎ চলে যাওয়ায় গ্রাহকগন পাথরঘাটা অভিযোগ কেন্দ্রে ফোন করলে তারা ফোন ধরে না।
এর আগে গত কয়েক মাসের মধ্যে মাসে কখনো বিদ্যুৎ না থাকার ঘোষনা দেয় আবার আখনো ঘোষণা ছাড়াই লাগাতার বিদ্যুৎ থাকেনা।
এর আগে, ভারী বৃষ্টির কারনে সংযোগ বিচ্ছিন্নতা দেখা দিলে ছোট করে শুধু মাত্র শহর অঞ্চলে ১ ঘন্টার মাইকিং করলেও গ্রামের মানুষের কাছে তা পৌছায়নি।
অভিযোগ আছে, বিদুৎ বন্ধের ১ দিন অথবা দুইদিনে ৪ থেকে ৫ ঘন্টা বিদুৎ থাকবেনা এমন ঘোষণা দেওয়া হলেও লাগাতার ৭ থেকে ৮ দিন এমন ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকেদের।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ঠিকাদারের কাজের জন্য আমাদেরকে বিদ্যুৎ বন্দ করে রাখতে হয়। তারা মঠবাড়িয়া থেকে এই বিদ্যুৎ বন্দ করে আসে।