যে কারনে চাচা ভাতিজা দুইজনেই বহিষ্কার।।

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬ এএম, ৮ এপ্রিল ২০১৯

---

পাথরঘাটায় উপজেলা, পৌর,ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ ৫ নেতা’কে বহিষ্কারের আদেশ জারি করেছে উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

জানা গেছে উপজেলা নির্বাচন’কে কেন্দ্র করেই উপজেলা আওয়ামী লীগ এমন সিদ্ধান্ত নিয়েছে।

সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ও দলীয় শৃংখলা বিরোধী কাজ করার অভিযোগ তাদের বহিস্কার করা হয়েছে। পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. জাবির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার সন্ধায় নির্বাচন পরবর্তী পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের দলীয় সভায় এ সিদ্বান্ত নেয়া হয়।

বহিস্কৃতি নেতারা হলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. সহিদ, চরদুয়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চরদুয়ানী ইউপি চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ফিরোজ, কাঠালতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল সিকদার ও পাথরঘাটা পৌর আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক ও পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল।

বহিস্কৃত পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, সাংগঠনিক ভাবে আমাদেরকে বহিস্কার করার কোন এখতিয়ার তাদের নেই। কিভাবে তারা বহিস্কার করেছে তা আমার জানা নেই।

এবিষয়ে পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. জাবির হোসেন জানান, নির্বাচন পরবর্তী পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের দলীয় সভায় সভাপতি দলের অন্য সদস্যদের কাছে বহিস্কারের প্রস্তাবে করলে সর্বসম্মতিতে তাদেরকে দলের পদ থেকে বহিস্কার করা হয়।।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)