মাদকের সাথে যারা জরিত তাদের স্থান হবে কবর স্থান, না হয় শ্মশান - এসপি মারুফ (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ৭ এপ্রিল ২০১৯

এসপি মারুফআমি আপনাদের পাথরঘাটা থানা মাদক মুক্ত করতে চাই। আমি চাইনা পাথরঘাটা থানায় মাদকের রমরমা ব্যাবসা হোক। মাদকের সাথে যারা জরিত তাদের স্থান হবে শ্বশান বা কবর স্থানে।

শনিবার পাথরঘাটা থানা চত্তরে মাদক বিরোধী সমাবেশ ও ওপেন হাউস ডে সমাবেশে তিনি এসব কথা বলেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, পাথরঘাটা অরিক্ত পুলিশ সুপার বিএম আশরাফ উল্যাহ তাহের,পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, পাথরঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, বরগুনা জেলা পরিষদের সদস্য ও পাথরঘাটা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ প্রমুখ।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এলাকার সকল বাবা-মায়ের প্রতি অনুরোধ করেন তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে এবং সকল শ্রেণি-পেশার মানুষদেরকে সচেতন হওয়ার জন্য আহবান জানান। পাথরঘাটা উপজেলাকে মাদক মুক্ত উপজেলা ঘোষনার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)