বরগুনায় ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ বাস্তবায়নের দাবি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-কে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরিত না করে দারিদ্র্য দূরীকরণ ফাউন্ডেশন গঠনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বিআরডিবি কর্মচারী সংসদের আয়োজনে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় নেতৃবৃন্দ দাবি করেন যাতে ঐতিহ্যবাহী বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত সকল প্রকল্প ও কর্মসূচিতে সুদীর্ঘ বছর ধরে কর্মরত প্রায় আট হাজার কর্মকর্তা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে বহাল রেখে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন করা হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবরে লেখা একটি স্মারকলিপি বরগুনা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন বিআরডিবি কর্মচারী সংসদ এর নেতৃবৃন্দ।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)