পাথরঘাটায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সহায়তা প্রদান (ভিডিও সহ)
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়ন ও কালমেঘা ইউনিয়নে কালবৈশাখী ঝড় (টর্নেডো) আঘাতে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে মানবিক অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ ও পরে কালমেঘা উইনিয়ন পরিষেদে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় বরগুনার জেলা জাগোনারীর উধ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় সদর ইউনিয়নে ১৯১জন ও কালমেঘা ইউনিয়নে ১৫৯জন ক্ষতিগ্রস্থ্য পরিবারের মধ্যে ১শ জন সম্পূর্ন ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ১১হাজার ৫শ টাকা এবং ২শ ৫০জন অংশিক ক্ষতিগ্রস্থ্যকে ৮হাজার টাকা করে মোট ৩১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ম্যানেজার কৃষিবিদ দুলাল মিয়া, জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কালমেঘা ইউনিয়সের চেয়ারম্যান আকন সহিদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ ও ২৮ ফেব্রুয়ারি কালমেঘা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কালমেঘা, পাথরঘাটা পৌরসভা, সদর ইউনিয়নের রুহিতা ও পদ্মা এলাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় (টর্নেডো) আঘাত হানে। এসময় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।