প্রেম নাকি শুধুই বন্ধুত্ব…?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:১১ এএম, ৮ মার্চ ২০১৮ | আপডেট: ০২:২৭ এএম, ২ জুন ২০১৮

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবিন।
অনলাইন ডেস্কঃ লাক্স তারকা মেহজাবিন চৌধুরী। সুন্দরীর এই তকমাটা নিয়ে নিয়মিত ছিলেন বিজ্ঞাপন ও টিভি নাটকে। বর্তমান সময়ে এসে কিছুটা বেছে বেছে কাজ করছেন এই পর্দাকন্যা।
তবে বেশ কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে মেহজাবিনের সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক রয়েছে এমটা শোনা যাচ্ছে।
শুধু তাই নয়, এই সম্পর্কের ঢালপালা বেশ মেলেছে বলেও অনেকে মন্তব্য করছেন।

শুধু তাই নয়, তাদের সম্পর্কটি অনেকটা গভীরে চলে গেছে বলেও অনেকের মন্তব্য। তবে তিনি বিভিন্ন সময়েই বলেছেন আদনানের সঙ্গে তার কোন প্রেমের সম্পর্ক নেই। যা রয়েছে সেটা শুধুই বন্ধুত্বের।

তবে ঘনিষ্ট বিভিন্ন সূত্র বলেছে তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। যা সকলেরই আগোচরে। তাদের স্যোসাল মিডিয়ার ভাব- ভঙ্গিমাও অনেকটা নিশ্চিত করে এ খবর।
এমন সম্পর্কের কথা মেহজাবিন বরাবরের মতোই অস্বীকার করে আসছেন। তার ভাষ্য, “আদনানের সঙ্গে তার কোন প্রেমের সম্পর্ক নেই। যা রয়েছে তা শুধুই বন্ধুত্বের।”
তবে ঘনিষ্ট বিভিন্ন সূত্র জানা যায়, তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। যা সকলেরই অগোচরে। তাদের স্যোসাল মিডিয়ার ভাব-ভঙ্গিমাও অনেকটা নিশ্চিত করে এ খবর।
এ এম বি / পাথরঘাটা নিউজ / সুত্রঃ গো নিউজ২৪

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)