প্রভাব বিস্তারের সময় পুলিশের পিটুনি খেয়ে পালালো পৌর ছাত্রলীগ সম্পাদক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:০২ পিএম, ৩১ মার্চ ২০১৯ | আপডেট: ০৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০১৯

---
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন পুলিশের পিটুনি খেয়ে পালালো পাথরঘাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মধু।বিকেল সাড়ে তিনটার দিকে সরকারী কেএম মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কেন্দ্রের আশেপাশে কয়েকটি পটকা ফোটে।এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সবাইকে কেন্দ্র থেকে দূরে সরে যেতে বলে।সবাই বের হয়ে চলে গেলেও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মধু প্রভাব বিস্তারের চেষ্টা চালায়।নিজেকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে কেন্দ্রে থাকার চেষ্টা চালালে পুলিশের সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে পুলিশ চাঠিচার্জ করে তাকে কেন্দ্র থেকে বের করে দেয়।বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামীলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

এছাড়া দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পাথরঘাটা উপজেলায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)