ভোটার নেই; পাথরঘাটায় অলস সময় কাটাচ্ছেন ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার
ভোটার নেই তাই অলস সময় পার করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।পাথরঘাটায় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে সকাল দিকে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কমতে থাকে।দুপুরে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গেলে দেখা যায় কোনো ভোটার নেই কেন্দ্রগুলোতে।খোশ গল্প করে অলস সময় পার করছেন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা।কেউ কেউ আবার গাছতলায় বিশ্রাম নিয়ে অবসর সময় কাটাচ্ছেন। ভোট কেন্দ্রে দায়িত্বরত কয়েকজন কর্মকর্তা,পুলিশ ও আনসারদের সাথে কথা বলে জানা যায়, ভোটার নেই তাই একটু বিশ্রাম নিচ্ছেন তারা।তবে তারা আরও জানিয়েছেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।কোনো সমস্যা নেই কেন্দ্র গুলোতে। পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলা পরিষদ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আরো জানা গেছে, উপজেলায় ৫১টি ভোটকেন্দ্র আছে এবং ঝুঁকিপূর্ণ গুলো চিহ্নিত করে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমানে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৭৫৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৯৯২১ এবং মহিলা ভোটার ৬০৮৩৮ জন। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।