রাত পোহালেই পাথরঘাটা উপজেলায় ভোট
চতুর্থ ধাপে রোববার (৩১ মার্চ) বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাচন কমিশনার সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। কেন্দ্রে কেন্দ্রে ব্যালেট পেপার, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কবির মাহমুদ।
তিনি সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হবে।
পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলা পরিষদ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
আরো জানা গেছে, উপজেলায় ৫১টি ভোটকেন্দ্র আছে এবং ঝুঁকিপূর্ণ গুলো চিহ্নিত করে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্যেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৭৫৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৯৯২১ এবং মহিলা ভোটার ৬০৮৩৮ জন। আগামী ৩১ মার্চ ৫১টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।