পাথরঘাটায় আওয়ামীলীগ নেতার নেতৃত্বে আনারস প্রতীকের অফিস ভাংচুর, চলছে মোটরসাইকেল মহড়া

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৯ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:২৮ পিএম, ২৯ মার্চ ২০১৯

পাথরঘাটায় আওয়ামীলীগ নেতার নেতৃত্বে আনারস প্রতীকের অফিস ভাংচুর, চলছে মোটরসাইকেল মহড়া
পাথরঘাটায় আওয়ামীলীগ নেতার নেতৃত্বে সতন্ত্র প্রার্থী মোস্তফা গোলাম কবির এর আনারস মার্কার অফিস ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এসময় তার নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে গিয়ে অতর্কিত হামলা চালায়।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে আনরস মার্কার নির্বাচনী অফিসে এ হামলা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদুল, ফোরকান, সুমনসহ একাধিক লোক পাথরঘাটা বাজার থেকে মোটরসাইকেলে এসে অফিস ভাংচুর করে।

ভাংচুর শেষ করে তারা চরদুয়ানি এলাকার বিভিন্ন রাস্তায় মহড়া দেয়।

এ বিষয় গোলাম মোস্তাফা কবির ভাংচুরের কথা বলে মুঠোফোনে তিনি জানান, তার নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে মার পিঠ করা হচ্ছে। তিনি প্রশাসনের দৃস্টি আকর্ষন করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)