বরগুনা থেকে জেএমবি’র সক্রিয় দুই সদস্য আটক
বরগুনা সদর থানার টাউন হল এলাকা থেকে জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৮। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮’র একটি দল বুধবার গভীর রাতে ওই তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বরগুনা সদরের উকিলপট্টির মো. আইয়ুব আলী মীরের ছেলে মো. শহীদুল ইসলাম ওরফে শহিদ ওরফে বেলায়েত (৩৫) এবং বরগুনা সদরের বাঁশবুনিয়া গ্রামের মো. সেলিম হাওলাদারের ছেলে মো. হাসান মাহমুদ ওরফে হাসান ওরফে মাহমুদ (২৩)।
আটক শহীদুল র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে জেএমবি’র সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তিনি বামনা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এবং পেশায় একজন মুদি দোকানদার।
আটক শহীদুল ও হাসান মাহমুদ ২০১২ সালে আউয়াল সিরাজ ওরফে সিরাজ, আতিকুর রহমান ওরফে শাওন ওরফে বাবু, হাসান ওরফে মেহেদী সহ অন্যান্যদের সহযোগীতায় জেএমবি’র কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। পরে তারা প্রশিক্ষণের জন্য একাধিকবার ঢাকা ও চট্টগ্রাম যান। ২০১৩ সালে বরগুনায় জেএমবি’র সদস্যদের সাথে গোপনে বৈঠকের সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের অন্যান্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।