পাথরঘাটায় চশমা মার্কা প্রার্থীর পোস্টার ছেরার অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৭ মার্চ ২০১৯ | আপডেট: ০২:৪৮ এএম, ২৮ মার্চ ২০১৯

পাথরঘাটায় চশমা মার্কা প্রার্থীর পোস্টার ছেরার অভিযোগ
বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দিন সোহাগের চশমা প্রতীকের পোস্টার ছেরার অভিযোগ করেছেন। তবে কে বা কারা তার পোস্টার ছিরছে তা বলতে পারছেন না তিনি। তার অভিযোগ রাতের আধারে কেউ তার পোস্টার ছিরছে।

বুধবার ( ২৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তিনি এ অভিযোগ করেন।

চশমা প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন সোহাগ পাথরঘাটা নিউজকে বলেন, আমিসহ প্রার্থীরা সকলেই ডিসি আফিসে মিটিং করেছি সেখানে বলা হয়েছে ভোট সুষ্ঠ হবে কোন রকম কারচুপি হবে না। মাঠে কেউ পেশী শক্তি দেখাতে পারবে না। তার পরেও দেখি কিছু লোকের কারনে আমরা প্রার্থীরা মাঠে টিকে থাকতে পারতেছি না। আদের মধ্যে ছাত্রলীগের সভাপতি একজন ক্যান্ডিডেট আছে। তার টোটাল ছাত্রলীগ নিয়ে সে মহরা দিতেছে। আবার অনেক ছাত্রলীগের নেতাদেরকে ভয় দেখায় যে তার সাথে থাকতে হবে না হয় কমিটি থেকে পোস্ট কাটা। আমারতো কোন পদ নেই। আমি আগে ছিলাম তা সাবেক হয়ে গেছি। এ উপজেলায় আমার পোস্টার রাতের আধারে ছিরে কারা নিয়ে যাচ্ছে বা কারা করছে তাও এখন পর্যন্ত কোন ক্লু পাচ্ছি না। শুধু উপজেলায় ছাত্রলীগের সভাপতির পোস্টার এখন পর্যন্ত কোথাও ছেরা দেখলাম না। আমিসহ অন্য যে প্রার্থী আছে তাদের সকলের পোস্টার ছেরা দেখি। প্রশাসনের প্রতি দৃস্টি আকর্শক করছি জনসাধারন যেন শুষ্ঠ ভাবে তাদের ভোট দিতে পারে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)