মঠবাড়িয়া জনি তালুকদার হত্যাকাণ্ডে মামলা দায়ের (আটক ২)
পিরোজপুর মঠবাড়িয়া প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নির্বাচনী সহিংসতায় প্রান হারায় হলতা গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামে স্বেচ্ছাসেবক লীগের নেতা জনি তালুকদার।
জনি হত্যার ঘটনায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহত জনির চাচা হলতা গুলিসাখালী ইউনিয়র যুবলীগ নেতা স্বপন তালুকদার বাদি হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, জনি হত্যার ঘটনায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য জুনায়েদ জুয়েল, নবী হোসেনসহ ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে মামলা রুজু হয়েছে।
এ ঘটনায় জাহাঙ্গীর ও হানিফ নামের দু’জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তদন্তের স্বার্থে অন্য আসামীদের নাম গোপন রাখা হয়েছে।
জনির চাচা স্বপন তালুকদার অভিযোগ করছেন, গত শনিবার গভীর রাতে নৌকা মার্কার প্রার্থী হোসাইন মোসারেফ সাকু ও ইউপি চেয়ারম্যান ঝনোসহ ১৯ জনকে কুপিয়ে আহত করার ঘটনার জের ধরেই হলতা গুলিসাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জনি তালুকদারকে কুপিয়ে হত্যা করা হয়।
গত সোমবার সকালে একদল দুর্বৃত্ত জনিকে একা পেয়ে মাঠের মধ্যে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে নেওয়ার পথে দুপুর দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জনি তালুকদার ওই গ্রামের মৃত হাতেম আলী তালুকদারের ছেলে এবং উপজেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মো. রিয়াজ উদ্দিনের (আনারস মার্কা) সমর্থক ছিলেন।
এদিকে নির্বাচনী সহিংসতা ঠেকাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলায় ২৮ মার্চ থেকে বিজিবি মোতায়েন করা হবে। পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।।