এ যেন কামান নিয়ে যুদ্ধে যাওয়াবিমানবন্দরে ফিল্মি স্টাইলে মশা মারার ভিডিও নিয়ে তোলপাড় (ভিডিও সহ)

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ৭ মার্চ ২০১৮ | আপডেট: ১০:০৫ পিএম, ৭ মার্চ ২০১৮

---
বিমানবন্দর (ঢাকা)।। মশায় অতিষ্ট রাজধানীবাসীকে মুক্তি দিতে উত্তরায় বিশেষ ক্রাশ কর্মসূচি চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি’র প্যানেল মেয়র মোঃ ওসমান গণি।

ডিএনসিসির প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এই মশা মারার কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এমন কর্মসূচিকে অর্থের অপচয়ের সঙ্গে তুলনা করে সমালোচনা করেছেন।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির উপরে দাঁড়িয়ে আছেন ডেইজী। দুইপাশে দাঁড়িয়ে মশা মারার ফগার মেশিন দিয়ে স্প্রে করছেন দুই কর্মী। এটি আবার ভিডিও করছেন নারী কমিশনার নিজেই। এভাবেই এগিয়ে যাচ্ছেন সামনের দিকে।

ডিএনসিসির ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও ও ছবি পোস্ট করে লেখা হয়েছে, প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় মশা নিধনের ঔষধ ছিটানো হচ্ছে। সোমবার এটি পোস্ট করা হয়।

এই ভিডিওটি শেয়ার করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ঢাকা নগরবাসীর জন্য সিটি করপোরেশনের কৌতুক পরিবেশনা।’

শাকিল আবদুল্লাহ আল মাহমুদ নামে একজন ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘গাড়ি দিয়ে দৌড়ানি দিয়া ঔষধ ছেটাইলে যদি মশা মরতো তাইলে প্লেন দিয়ে ছিটাক বেশি মরবো মশা। হোয়াই এ রাবিশ আইডিয়া!।’

৭১ টেলিভিশনের রিপোর্টার মনির মিল্লাত মশার ওষুধ ছিটানোর ছবি পোস্ট করে লিখেছেন, ‘মশারা ভয় পাক বা না পাক, অ্যাকশন দেখে আমি ভয় পাইছি। যেন সিরিয়ায় আইএসবিরোধী লড়াই চলছে। ওপাড় থেকে মশা মারার এই দৃশ্য দেখে, প্রয়াত মেয়র আনিসুল হকও হয়তো লজ্জিত, বিব্রত!!!’

এন এ এস / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)