বরগুনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১৯ লাখ টাকার ঋণ বিতরণ
‘একটি বাড়ি একটি খামার, বদলে দেবে দিন তোমার আমার’ এমন লক্ষ্য নিয়ে বরগুনায় ৩৮টি পরিবারে ১৯ লাখ টাকার ঋণ বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টায় ঋণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা- ১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমানের সভাপতিত্বে এ ঋণ বিতরণ অনুষ্ঠানে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল প্রমুখ।
এ প্রকল্পের অধীনে উপজেলার মোট ৩৮ জন খামারীকে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৫ হাজার করে টাকা করে ঋণ দেওয়া হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)