পাথরঘাটায় ঝড়-বৃষ্টিতে পোস্টার নষ্ট হওয়ায় বিপাকে প্রার্থীরা
বরগুনার পাথরঘাটায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির পানিতে ভিজে পোস্টার ছিড়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়নের হাট বাজার ও পৌর এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি মেনে প্রার্থীদের প্রতীক সংবলিত ছোটবড় এসব পোস্টার ঝুলিয়ে রাখেন।
গতকাল শুক্রবার (২২ মার্চ) সন্ধা ৭টার দিকে হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ায় মূহুর্তে বিভিন্ন প্রার্থীর পোস্টার ছিড়ে নষ্ট হয়ে যায়। বিশেষ করে পৌর শহরে টানানো পোস্টারের অধিকাংশই ছিড়ে নষ্ট হয়ে যাওয়ায় পোস্টার বিহিন সুতা ঝুলতে দেখা যায়। ব্যাপক পোস্টার ছিড়ে নষ্ট হওয়ায় পথচারীরা বলেন, প্রার্থীদের ক্ষতি হলেও ছাপা মালিকরা অনেক লাভবান হবেন।
শুক্রবার শহরের প্রধান প্রধান সড়কে বিভিন্ন প্রার্থীর শত শত টানানো পোস্টার দেখা গেলেও শনিবার সকালে পলিথিনে মোরানো পোস্টার ছাড়া অন্য গুলো পোস্টার বিহীন শুধু সুতা ঝুলতে দেখা যায়। আগামী ৩১ মার্চ
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।