পাথরঘাটায় সকলেই জনপ্রিয় রয়েছে উন্নয়ন ও সেবামূলক কাজে যুক্ত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৩ মার্চ ২০১৯

পাথরঘাটায় সকলেই জনপ্রিয় রয়েছে উন্নয়ন ও সেবামূলক কাজে যুক্ত সকলেই পরিচিত আবার সকলেই রয়েছে উন্নয়নের সাথে যুক্ত। এমনি মন্তব্য প্রকাশ করেছে উপজেলার হাজার হাজার মানুষ। পাথরঘাটা নিউজের নির্বাচনী বহিঃপ্রকাশ রিপোর্ট তৈরিতে মাঠে কাজ করেছে উপজেলার বিভিন্ন অঞ্চলে থাকা পাথরঘাটা নিউজের আঞ্চলিক সাংবাদিক বৃন্দ। যাতে উঠে এসেছে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যারা লড়ছেন তারদের মাঠ পর্যায়ের উন্নয়নের ও জনপ্রিয়তার দিক গুলো। উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে পাথরঘাটা নিউজের নির্বাচনী পর্যালোচনায় হাতে আসে এমনি তথ্য। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে হয় নানান যাচাই বাছাই। কার কেমন উন্নয়নের লক্ষ। সামাজিক সংগঠন গুলোর মতামত অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ কারী ৭ জন প্রার্থী সমান ভাবে উন্নয়ন ও জয়ী হওয়ার যোগ্য বলে মন্তব্য প্রকাশ করেন তারা। কথা হয় এলাকার নাগরিক ভিন্ন ভিন্ন পেশার মানুষ সহ বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিদের সাথেও। তবে প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পাথরঘাটার চায়ের স্টল, হোটেল, রেস্তোরাসহ প্রতিটি দোকান। লিফলেট হাতে কাক ডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্ঘুম রাত জেগে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে প্রতিটি জনপদ। থেমে নেই কেউ মনে করিয়ে দিচ্ছে প্রতিপক্ষের দোষ গুন কখনো আবার নিজের উন্নয়ন সামজসেবার কাজ গুলি মনে করিয়ে দিচ্ছে। প্রতিশ্রুতি দিচ্ছে এলাকার উন্নয়ন মূলক কাজের।। পাথরঘাটা উপজেলা নির্বাচনে যে ৭ জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে লড়বেন। টিয়া পাখি মার্কা নিয়ে মাঠে রয়েছেন রফিকুল ইসলাম কাকন যাকে প্রতিবাদ করতে দেখা যায় প্রাই, এছাড়াও তিনি এক সময়ের তুখোড় ছাত্র নেতা ও তার রয়েছে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের উধারতার বহু প্রমান। তালা মার্কা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ যিনি বর্তমানে একজন সফল উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে অত্তান্ত পরিচিত লাভ করেছেন, এই উপজেলায় সমাজসেবা সহ উপজেলার গরিব ছাত্র ছাত্রীদের বই কিনে দেওয়া আর্থিক সহায়তা সহ বিভিন্ন পেশার মানুষের দুঃখের দুখী হয়ে পাশে থাকার অজস্র প্রমান। চশমা প্রতীকে লরছেন এডভোকেট নাসির উদ্দিন সোহাগ এক সময়ের সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কঠোর ভূমিকায় ছিলো যার নাম। এছাড়াও দলিও নির্দলীয় অজস্র মিথ্যা মামলায় জড়িতদের পাশে থেকে তাদের জন্য বিনা টাকায় মামলা লড়ে অসংখ্য মানুষকে মিথ্যা মামলা থেকে রেহাই দিতে তার সহযোগিতা বিরল। সমাজ সেবার ব্যাপারে তার দাড়ুন উদারতার রয়েছে বহু প্রমান। বই প্রতীকে এইবারের নির্বাচনে লড়ছেন বার বার ইউপি সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম সিকদার যার রাজনৈতিক জীবন নেই কোন লাল কালীর দাগ এলাকায় করেছেন বহু উন্নয়ন সেই উন্নয়ন ও সমাজ সেবা মূলক কাজ এর ধারাবাহিকতা উপজেলায় সব জায়গায় পৌঁছে দেয়ার লক্ষ নিয়ে তার এইবারের নির্বাচনে আসা শওকত হাসান রমিম টিউবওয়েল মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনি। সামাজিক অর্থনৈতিক সহযোগিতায় যিনি এক নামে পরিচিত এই উপজেলায়। গত নির্বাচনে তিনি প্রর্থীতার ঘোষণা দিলেও নির্বাচিত ছাড়াই তিনি করেছেন বহু উন্নয়ন মূলক কাজ এলাকায় পাশে ছিলেন এলাকার গরিব অসহায় মানুষের। সাবেক ভাইস চেয়ারম্যান জাকির সিকদার মাইক প্রতীক নিয়ে লড়ছেন এই নির্বাচনে তার তেমন কোন রাজনৈতিক বড় পরিচয় না থাকলেও মানুষের ভালোবাসায় উপজেলায় ৫ বছর দায়িত্ব পালন করেছেন তিনি,জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের সাথে। জামাল আহমেদ পঞ্চায়েত উড়োজাহাজ প্রতীক সময়ের জনপ্রিয় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি রয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে। এক সময়ের তুখোড় যুব নেতা তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাথরঘাটার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন বেশ বহুদিন। বিরোধী দলীয় রাজনৈতিক জীবনে মামলা হামলা সহ জীবন মরনের লড়াই লড়েছেন বহুবার।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)