পাথরঘাটায় উপজেলা নির্বাচন গরম হচ্ছে পোস্টারে
সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু উপজেলা পরিষদ নির্বাচনের। তবে সাধারণ ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে তেমন কোন আগ্রহ নেই বলে জানা গেছে। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বরগুনার পাথরঘাটা উপজেলার প্রতিটি জনপদ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের আমেজ ততই বাড়ছে। চারিদিকে বিরাজ করছে সাজ সাজ রব। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এ উপজেলার প্রতিটি এলাকা।
প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে চায়ের স্টল, হোটেল, রেস্তোরাসহ প্রতিটি দোকান।
লিফলেট হাতে কাক ডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্ঘুম রাত জেগে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে প্রতিটি জনপদ।
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় এখন ঘুম ভাঙছে ভোটারদের। ভোর হলেই কড়া নাড়ছেন প্রার্থীরা। মনেহয় ভোটার ও প্রার্থীর মধ্যে আছে আত্মীয়তার বন্ধন, যা অটুট রাখতে মরিয়া প্রার্থীরা।
উপজেলা চেয়ারম্যান পদে পাথরঘাটায় আওয়ামীলীগের সভাপতি নৌকা মার্কায় আলমগীর হোসেন, সতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফা কবির।
ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি মার্কায় রফিকুল ইসলাম কাকন, তালা মার্কা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ, চশমা প্রতীকে লরছেন এডভোকেট নাসির উদ্দিন সোহাগ, বই প্রতীকে সামছুল আলম সিকদার, শওকত হাসান রমিম টিউবওয়েল, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির সিকদার মাইক প্রতীক, জামাল আহমেদ পঞ্চায়েত উড়োজাহাজ প্রতীক,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে লড়ছেন ফাতিমা পারভীন, ইয়াসিন আরা কচি ফুটবল প্রতীক ও খাদিজা বেগম হাস প্রতীক।
এই উপজেলায় তিন পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ১ ও স্বতন্ত্রসহ ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।