বরগুনার পাথরঘাটায় শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা (ভিডিও)
সোমবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে চাকরির দাবিতে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয় ন্যাশনাল সার্ভিসে প্রশিক্ষণ গ্রহণ করা প্রায় এক হাজার বেকার যুবকযুবতী। মানববন্ধন কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ন্যাসনাল সার্ভিসের পাথরঘাটা উপজেলা সভাপতি মো. আব্দুল হামিদ মক্কি, সাধারন সম্পাদক মো. আল আমিন, ন্যাসনাল সার্ভিসের কাকচিড়া ইউনিয়নের সহসভাপতি আরাফাত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিল্প কর্মর্কার, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কাকন, এ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিকুর রহমান সোহাগ, নাজমুল হক রিয়াজ প্রমুখ।
বক্তরা বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ গ্রহণ করা বেকারদের চাকরি দেওয়ার দাবি বলেন, আপনি যাদি রোহিঙ্গাদের জন্য মানবতার সেবায় কাজ করতে পারেন তাবে আমাদেরকে আবার ফিরিয়ে নেন। আমাদেরকে ফিরিয়ে নেন না হয় গুলি কারে মেরে ফেলুন।
ভিডিও এখানে ক্লিক করে দেখুন