ন্যু ক্যাম্পের কেমন হবে লড়াই ?
অনলাইন ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। স্ট্যামফোর্ড ব্রিজে ড্র করলেও অ্যাওয়ে গোলের কারণে স্প্যানিশ জায়ান্টরাই কিছুটা এগিয়ে।
দ্বিতীয় লেগের ম্যাচে যেকোনো ব্যবধানে জয় কিংবা গোলশূন্য ড্র করলেও কোয়ার্টার ফাইনালের টিকিট কাটবে বার্সেলোনা। তবে কেমন হবে ফিরতি লেগটা? প্রথম লেগের শেষেই সে বিষয়ে মন্তব্য করেছেন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।
এ প্রসঙ্গে লিওনেল মেসিকে গোল তৈরি করে দেওয়া ইনিয়েস্তা বলেন, ‘ঘরের মাটিতে ম্যাচটা ব্যতিক্রম হবে বলেই মনে হচ্ছে। আমাদের স্টেডিয়াম, এখানে আমাদের সমর্থকরাই বেশি থাকবে। তাই আমাদের জন্যই বেশি সুযোগ থাকবে।’
দ্বিতীয় লেগের ম্যাচে ছেড়ে কথা বলবে না চেলসিও। সেটাও জানা ইনিয়েস্তার। তাই তো তিনি সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেন, ‘ফিরতি লেগের ম্যাচটা খুব কঠিন হবে। কেননা, আমাদের মতো তারাও সর্বশক্তি দিয়েই খেলার চেষ্টা করবে।’
উয়েফা এবং ইউরোপা লিগে চেলসি খুব ভয়ংকর দল সেটা মানছেন খোদ ইনিয়েস্তাও। তাই এরকম ম্যাচের ফলাফল যেকোনো কিছুই হতে পারে। তিনি বলেন, ‘ইউরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগে চেলসি সেরা দলগুলোর একটি। এরকম ম্যাচে সামান্য ভুলেরও বড় মাশুল দিতে হয়।’
প্রথম লেগের ম্যাচ সম্পর্কে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের গুরুত্বটাই বেশি। এটা যে কঠিন হবে তা আগে থেকেই জানা ছিল। তবে আমরা একটা গোল করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ।
এ এম বি / পাথরঘাটা নিউজ