পাথরঘাটা থেকে গুঁইসাপ উদ্ধার পরে অবমুক্ত
বরগুনার পাথরঘাটায় প্রায় ৫ হাত লম্বা একটি গুইসাপ গ্রাম বাসীর নিকট থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে এক বন্য-প্রানি প্রেমিক মো.জাকির। উপজেলার টেংরা গ্রামে মো আলামিন এর বাড়িতে ঢুকে একটি মুরগি ধরে খেয়ে ফেললে ৬দিন আগে বন্য প্রানিটি ধরে দড়ি দিয়ে বেঁধে ঘরে আটক রাখে। গুইসাটির দৈর্ঘ প্রায় ৫ হাত।
উপজেলার রহিতা গ্রামের বন্যপ্রানি প্রেমিক ও টাইগার টিমের সাবেক টিম লিডার মো. জাকির মুন্সি ওই গুই সাপটি নিকটবর্তী ‘বিহঙ্গ দ¦ীপে’ বুধবার দুপরে অবমুক্ত করে। স্থানীয় বন বিভাগের সাথে পরামর্শ অবমুক্ত করা হয়েছে বলে পাথরঘাটা রেজ্ঞ কর্মকর্তা জানান।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)