পাথরঘাটায় দূর্যোগে শিশু কেন্দ্রিক ঝুকি হ্রাস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
বরগুনার পাথরাটায় ইউনিসেফ সহায়তায় লোকাল গর্ভনেন্স ফর চিল্ড্রেন প্রকল্পের আওতায় দূর্যোগে শিশু কেন্দ্রিক ঝুকি হ্রাস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধা এম এ খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সিকদার ও পাথরঘাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন।
এসময় বক্তব্য রাখেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, ইউনিসেফের কর্মসূচী কর্মকর্তা আবদুল জলির, শুশিলনের ম্যানেজার ইসমাইল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষকগন।
ই্উনিসেফ কর্মকর্তাগন জানান কর্মশালার মাধ্যমে দূর্যোগে শিশুদের ঝুকি হ্রাসে উপজেলা পর্যায়ে একটি প্রফাইল ও কন্টেনজেন্সি পরিকল্পনা তৈরী করা হবে।