পাথরঘাটায় ময়লা আবর্জনা স্তুপ বেয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিশুদের (ভিডিও)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১২ মার্চ ২০১৯ | আপডেট: ০৫:৫৪ পিএম, ১২ মার্চ ২০১৯

আবর্জনা স্তুপ বেয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিশুদের
পাথরঘাটা পৌর শহরের আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শত শত কোমলমতি শিশুরা ময়লা আবর্জনার মধ্যদিয়ে যাতায়াত করছে প্রতিদিন। এসব ময়লায় আবর্জনায় ভয়ংকর সব রোগ সহ ভাইরাসের আশংকা রয়েছে।
পাথরঘাটায় ময়লা আবর্জনা স্তুপ বেয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিশুদের
পাথরঘাটার পৌরসভা সংলগ্ন আদর্শ প্রাইমারী স্কুল যেখানে লেখা পড়া করছে প্রায় ১৫০ জনের বেশি ছাত্র-ছাত্রী। তাছাড়াও পাথরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে হলেও যে হয় একই সড়কে।।
---
বেশ কিছুদিন যাবত পাথরঘাটা উপজেলার বাজারের সকল ময়লা আবর্জনা ফেলা হয় এখানে, যার নেই কোন স্থায়ী ডাস্টবি যেখানে সবাই ময়লা ফেলবে।
বিশিষ্ট সাংবাদিক উচ্চ মহল সহ গুনিজনদের সাথে আলাপ করাও হয়েছে বহুবার তাতেও কোন বিহিত হয়নি।
রাস্তার পাশে তেল রেখে দিয়েছে
ঘটনা স্থলে গিয়া দেখা গেছে, ১ থেকে দেড় বছরের বেশি সময় ধরে পড়ে থাকা ময়লাগুলোর মধ্যে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছে শহর সহ আসপাশের বিদ্যালয় গুলোতেও। তাছাড়াও ভারী বৃষ্টির পানি জমে বিভিন্ন ধরনের কিট সহ উৎপত্তি হয়েছে ডেঙ্গু মশার।

পার্শ্ববর্তী পরিবার গুলো সাথে কথা বলে যানা গেছে, প্রচন্ড মশার উৎপত্তি হওয়ায় যেমন বেড়েছে রোগ জীবাণু সাথে দিনের বেলায়ও মসার কামড়ে অসস্থি বাড়ছে দিন দিন।

আদর্শ স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের গার্ডিয়ানদের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের বাচ্চারা কঠিন রোগ জীবাণুর সংক্রমণে রয়েছে, এই ময়লা আবর্জনার স্তূপ থেকে রোগ জীবানু ছড়াচ্ছে যা স্বাভাবিক ভাবে পরিবেশের বড় ধরনের হুমকির মুখে পরছে। গত ১ থেকে ২বছর ধরে এর কোন প্রতিকার নেই। এলাকার মেয়র, কাউন্সিলেরও কোম মাথা ব্যাথা নেই।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)