তালতলীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনার তালতলীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার(১১ মার্চ) সকালটার সময় তালতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে তালতলী প্রেসক্লাব, তালতলী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপজেলার সদর রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং দৈনিক সংবাদ প্রতিনিধি মুহাঃ আবুবকর সিদ্দিক এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বেলাল,তালতলী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান টুকু, বরগুনা জেলা টেলিভিশন ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস খান ইমন, তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এবং তালতলী প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক মিঃ মংচিন থান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক মোস্তফা কামালের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবী জানান।
উল্লেখ্য গত ১৫ই ফেব্রুয়ারী রাত ৮ টায় লাউপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাংবাদিক মোস্তফা কামাল। পথিমধ্যে আমখোলা নাজির বাড়ি মসজিদের কাছে সন্ত্রাসী ফারুক খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী লোহার রড ও হাতুড়ী দিয়ে পিটিয়ে হাত-পা গুড়িয়ে দেয়। সেই থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোস্তফা কামাল।