বরগুনায় জাগোনারীর নারী দিবস উদযাপন
‘‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ^ গড়ো’’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে বরগুনার বেসরকারী উন্নয়ন সংস্থা জাগোনারী জেলা শিল্পকলা একাডেমি মাঠে দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
রেজিলিয়েন্স থ্রু ইকোনমিক ইমপাওয়ারমেন্ট, ক্লাইমেট এডাপটেশন, লিডারশীপ এন্ড লার্ণিং – রিকল এর আওতায় জাগোনারীর ব্যবস্থাপনরায় এবং অস্ট্রেলিয়ান এইড ও অক্সফ্যামের আর্থিক সহযোগিতায় মানববন্ধন, নারীর অর্থনৈতিক উন্নয়নে অন্তরায় শীর্ষক সংলাপ, নারী সক্ষমতা অর্জনে সচেতনতামূলক বাউল সংগীতানুষ্ঠান, নারী সক্ষমতা অর্জনে সচেতনতামূলক বাউল সংগীতানুষ্ঠান, নারী উৎপাদিত পণ্য প্রদর্শণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার জাগোনারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত নারীর অর্থনৈতিক উন্নয়নে অন্তরায় শীর্ষক সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, জাগরণী নারী সহায়তা কেন্দ্রের সমন্বয়ক জান্নাতুল ফেরদৌসী। সংলাপ সঞ্চালন করেন রিকল প্রকল্পের কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান।
আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত দুইদিনব্যাপী কর্মসূচীতে নারী উদ্যোক্তাদের হাতে তৈরী নকশী কাঁথা, বিভিন্ন ধরণের বেকারী সামগ্রী, বাঁশ-বেতের সামগ্রী ইত্যাদির স্টল দেয়া হয়।