পাথরঘাটায় জেলের জালে ৩৩ কেজির পাঙ্গাস
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের পাঙ্গাস।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতে এ মাছটি বিক্রি করা হয়। এর আগে ওই দিন সকালে এ মাছটি বলেশ্বর নদ থেকে ধরা পড়ে মৎস্য জেলে মো. নাসির মিয়ার জালে।
পাথরঘাটার বিএফডিসি মৎস্য আড়তদার শংকর জানান, বিক্রি করতে আসা জেলে শ্রমিক মো. নাসিরের কাছ থেকে ৩৩ হাজার টাকায় ক্রয় করে পাঙ্গাস মাছটি। ওই মাছটি ঢাকায় ৪৮ থেকে ৫০ হাজার টাকায় বিক্র করা যাবে।
বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এই মাছগুলো সব সময় জালে ধরা পরে না। এসকল মাছ বেশীর ভাগ বরশিতেই পাওয়া যায় এবং এর দামও বেশী হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)