পাথরঘাটায় আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে মানববন্ধন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ১০:১৭ এএম, ৭ মার্চ ২০১৯

---
“সবাই মিলে ভাবো, নতুন কিছু কর নারী - পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো” “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য নিয়ে পাথরঘাটায় আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে মানববন্ধন।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মেরী স্টোপস বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় (গোল চত্ত্বর পাথরঘাটা) সম্মুক্ষে মানববন্ধন করা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হুমায়ন কবির আন্তর্জাতিক নারী দিবস এর প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন ।

সরকারী কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ, মেরী স্টোপস বাংলাদেশসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও সমাজকর্মীগন মানববন্ধনে অংশগ্রহন করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)