পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতাকে পিটিয়ে আহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:২৬ এএম, ৬ মার্চ ২০১৯

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক য

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহামুদ সজলকে (২৫) পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক সমর্থক কর্মীরা। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ ওমর ফারুক সড়কে রাব্বি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর জখম ইফতেখার মাহামুদকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম জানন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক তার সমর্থকদের নিয়ে ইফতেখার মাহামুদ সজলের (২৫) ওপর হামলা করে। তার মাথায় ধারালো অস্ত্রের জখম, হাত ও পায়ে আঘাত রয়েছে। খবর পেয়ে আমি স্বজলকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করি। এসময় অনিক ও তাঁর ছোট ভাই অভিরুজ্জামানকে আটক করে পুলিশে সোপর্দ করি। শুনেছি পরে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, এ ঘটনায় পাঁচজনকে পুলিশ আটক করেছে।
উল্লেখ্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে গত ২৪ ফেব্রুয়ারী কলেজ ক্যাম্পাসে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে প্রতিপক্ষরা। আহতের ঘটনায় অনিকের পিতা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু জেলা ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ সজলকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১২ জনসহ মোট ১৭ জনকে আসামী করে থানায় মামলা করে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)