উপজেলা পরিষদ নির্বাচন পাথরঘাটায় ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ৪ মার্চ ২০১৯ | আপডেট: ০৮:২২ পিএম, ৫ মার্চ ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন পাথরঘাটায় ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার পাথরঘাটায় উপজেলায় চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার (৪ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত এ মনোনয়ন জমা নেন পাথরঘাটা উপজেলা রিটনিং কর্মকর্তা মো. আউব আলী হাওলাদার।

চেয়ারম্যান পদে মনোয়নয় পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়ে জমা দিয়েছেন পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, সতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক গোলাম মোস্তফা কবির, পাথরঘাটা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সদস্য ফাতিমা পারভীন, পাথরঘাটা মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন আরা কচি।

ভাইস চেয়ারম্যান পদে পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সিকদার, পাথরঘাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য সামছুল আলম সিকদার, বঙ্গবন্ধু ফাউন্ডের বরগুনা জেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসরাম কাকন, বর্তমান ভাইস চেয়ারম্যান জামাল আহমেদ পঞ্চায়েত, যুবলীগের সদস্য নাসির উদ্দিন সোহাগ, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ, কাকচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শওকত হাসান রমিম।

পাথরঘাটা উপজেলা রির্টানিং কর্মকর্তা আইউব আলী হাওলাদার জানান, ৫শ উপজেলা পরিষদ নির্বাচনে পাথরঘাটা উপজেলায় মোট ১২ জন প্রার্থী মেনোনয় পত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন ও ভাইস চেয়ারম্যান পদে ৭জন।

তিনি আরো জানান, যাছাই বাছাইয়ের দিন তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে। নির্ধারিত ওই দিন বরগুনায় যাছাই বাছাই করা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)