বরগুনায় পায়রা নদীর তীর থেকে কুমির উদ্ধার।
বরগুনার পায়রা নদের তীর থেকে কুমীরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলা বন
ও প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা বুড়ির চর ইউনিয়নের নাপিতখালী এলাকা থেকে কুমিরের মরদেহ উদ্ধার করে।
বন বিভাগের বরগুনা সদর উপজেলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, জেলেদের জালে আটকা পড়ে আহতাবস্থায় কুমীরটি তীরে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা কুমিরটিকে জালে আটকে রশি দিয়ে বেঁধে
রাখে। খবর পেয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কুমীরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত কুমীর উদ্ধার করে বন বিভাগের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ বলেন, প্রাথমিক সুরতহাল রিপাের্টে কুমীরটিকে যখম অবস্থা দেখা পাওয়া যায়।
কুমীরটির মৃত্যুর কারণ ময়না তদন্তের পর নিশ্চিত বলা যাবে।