পাকিস্থানি আর্মির আবেগঘন খোলা চিঠি
সদ্য গ্রেফতারকৃত পাইলট কে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া নিয়ে তার সন্তানকে পাকিস্থানি আর্মির একটি খোলা চিঠি।
হায় ছোট্ট বানি,
অভিনন্দন, এই কারনে যে তুমি তোমার বাবাকে হাগ করতে যাচ্ছো শীঘ্রই। আমরা তাকে শীঘ্রই ফিরিয়ে দিচ্ছি তোমার কাছে একটি গিফট হিসেবে, সেটা কোন বিষয় না যে সে তোমার মতো অনেককেই বোমা মারতে এসেছিল।
বানী শুনো যখন তুমি খুব তাড়াহুড়ো করে তোমার বাবাকে জড়িয়ে ধরবে তুমি দয়া করে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে আমাদের তরফ থেকে,
সেটা হলো “ বাবা কাশ্মিরী শিশুদের কি অধিকার নাই সুখে শান্তিতে তাদের বাবার সাথে থাকার”? তাকে জিজ্ঞেস করো যে-কেন তাকে দয়া করা হয়েছে এই বৈরী পরিবেশে ধরা পরার পরেও? তাকে জিজ্ঞেস করো যুদ্ধ এবং ঘৃনার মূল্য কতো? তাকে জিজ্ঞেস করো কোন জিনিস সবচেয়ে বেশী শক্তিশালী? ঘৃনা নাকি ভালবাসা? তাকে জিজ্ঞেস করো জীবনে সবচেয়ে কি বেশী সুন্দর জীবন নাকি মৃত্যু?
এইসব প্রশ্নের উত্তরের প্রত্যাশায় থাকবো আমি, ভাল থাকো ছোট্ট বানী।
আমি আশা করবো তুমি আমাদের এখানে বেড়াতে আসবে তোমার বাবার সাথে এবং হাতে মিসাইল এবং বোমার পরিবর্তে থাকবে ফুল। এবং আরেকটি বিষয় সেটা হলো আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে তোমার হাসি কেউই ছিনাইয়া নিতে পারবে না এবং আমাদের জন্মভূমি ও কেউ ধ্বংস করতে পারবে না।
ভালো থাকো তোমার বাবার সাথে