পাথরঘাটায় টর্নেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান
বরগুনার পাথরঘাটায় টর্নেডোর আঘাতে ৭০০ ঘর বিধ্বস্ত পরিবারকে হয়েছে এর মধ্যে ২০০ বসত ঘর সম্পূনরুপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত ঘরের মালিকদের সাহায়তা দেয়ার জন্য চূড়ান্ত তালিকা করা হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতর থেকে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে তাৎক্ষনিক সহায়তা প্রদান করা হচ্ছে। যাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে শুক্রবার ১৬ পরিবারকে ৩২ বান ঢেউটিন ও মেরামত খরচ বাবদ ৯৬ হাজার টাকা আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর জানান, গত ২৮ ফেবব্রুয়ারি ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে টর্নেডোর আঘাতে শত শত বসতবাড়ি, গাছ পালা বিধ্বস্ত হয়েছে। গত সোম ও বৃহস্পতিবার দুই দিনে মোট ৭০০ বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০০ ঘর সম্পূণরুপে বিধ্বস্ত হয়েছে। তারা এখন আশ্রয়হীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার মাছ ধরার ট্রলার উল্টে এক জেলে মারা গেছে।
তিনি আরো জানান, যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে ২৫০ পরিবারকে মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, দিয়াশ্লাই, মোমবাতি দেয়া হয়েছে।