পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে ট্রলার উল্টে জেলের মৃত্যু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারী ২০১৯ | আপডেট: ০১:০১ পিএম, ২৮ ফেব্রুয়ারী ২০১৯

---
পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে ট্রলার উল্টে মো. জামাল হোসেন (২৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আরো ৩ জেলে আহত হয়। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর রাতে রুহিতার বলেশ্বর নদে এঘটনা ঘটে।

মৃত্যু জামাল হোসেন উপজেলার সদর ইউনিয়নের ছোট টেংরা গ্রামের মো. হাবিবুর বহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে জামাল ও তার সহযযোগীরা বলেশ্বর নদীতা মাছ ধরতে যায়। ভোররাতে হঠাত ঘূর্ণি ঝরে আগাত হানলে মুহুর্তের মধ্যেই ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। এসময় আপর তিনজন বের হতে পারলেও জামাল ট্রলারের নিচে পরে। কিছুক্ষন পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলা অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিতসার জন্য বরিশাল পাঠালে পথেই জামালের মৃত্যু হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)