পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ….
সীমান্তে ভারতীয় বাহিনীর সঙ্গে কয়েক দফায় ‘শক্তি-সামর্থ্য দেখানোর’ পর
দক্ষিণ এশিয়ার পরাশক্তি হয়ে ওঠা ভারতকে সতর্ক করে ইমরান খান বলেন, যে অস্ত্র আপনাদের আছে, সে অস্ত্র আমাদেরও আছে। যুদ্ধ বেঁধে গেলে কিন্তু পরিস্থিতি কারোরই নিয়ন্ত্রণে থাকবে না। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতির উদ্দেশে এ ভাষণ দেন ইমরান খান। এদিন সকালে নয়াদিল্লি দাবি করে, তারা পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আর ইসলামাবাদ দাবি করে, তারা ভারতের দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আটক করেছে দুই পাইলটকেও। তারও আগে সীমান্তের আশপাশে কয়েক দফায় হামলা চালিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে ভয়াবহ জঙ্গি হামলায় ৪৪ জওয়ান নিহত হন।
জঙ্গিদের মদত দেওয়ার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে এর মোক্ষম জবাব দিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। হামলায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে ভারত। এর একদিন পরই ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও দু’জন পাইলট আটক করার দাবি করে পাকিস্তান। ইমরান খান পাকিস্তানিদের আশ্বস্ত করে বলেন, গতকাল (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে যা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে আমি জাতিকে আত্মপ্রত্যয়ী রাখতে চাই। তিনি নয়াদিল্লির উদ্দেশে বলেন, কাশ্মীরের পুলওয়ামায় যে ঘটনা ঘটেছে সেজন্য ভারতের প্রতি আমাদের সংহতি আছে। যারা প্রাণ হারিয়েছে তাদের স্বজনদের বেদনা আমরা বুঝি। সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে (পাকিস্তানে) হাসপাতাল ঘুরেছি। আমি বুঝি এর যন্ত্রণা, কারণ আমরাও ৭০ হাজার মানুষকে হারিয়েছি সহিংসতায়।